মুক্তকথা: লন্ডন: ১৩ই জুন ২০১৬:
গত ১২ই জুন মানবেতিহাসের জঘন্যতম নরহত্যার আর একটি ঘটনা ঘটে গেল আমেরিকায়। ফ্লোরিডার অরলান্দা শহরের ”পাল্স” নাইট ক্লাব। বলা হয়, এখানে নিশি জেগে আরাধনা করা হয়। লন্ডনের ইভিনিংষ্টেন্ডার্ড তাই লিখেছে।
লন্ডনের নুতন মেয়র সাদেক খান এই ঘটনাকে কুতসিত বীভতস হত্যা আখ্যায়িত করেছেন এবং অরলান্দার মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লন্ডনও আছে এবং থাকবে বলে মত প্রকাশ করেছেন।
ওখানে সেই ”পাল্স নাইট ক্লাব”এ ৩শতাধিক নিশীজাগরণকারীর উপর ২৯ বছর বয়সের উমর মতিন নামের এক যুবক রাইফেল ও বন্দুক দিয়ে হঠাত করে গুলি ছুড়তে থাকে। পুলিশ এসে তাকে গুলি করে হত্যা করার আগপর্যন্ত সে গুলি করে হত্যা করেই চলছিল। ইভিনিং ষ্টেন্ডার্ডের মতে, ঘটনাস্থলে কম করে হলেও ৫০জনের বেশী মারা গিয়েছেন।
এই মতিনের বাবা বলেছেন, তার ছেলের অন্তরে একটি ঘৃণা কাজ করছিল। সমকামী একজন পুরুষ আরেকজন পুরুষকে চুমুখাচ্ছে দেখে সে প্ররোচিত হয়ে একাজ করেছে।
নিহতদের স্মরণে গত কাল সন্ধ্যায় লন্ডনের ওল্ড কম্পটন ষ্ট্রিটে ”জাগরণী বাতি” জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।