ফরজানা স্নিগ্ধার ফেইচবুক থেকে ‘বাঁচাও সুন্দর বন’ থেকে সংগৃহীত। কলাগাছের আঁশ থেকে কি শিল্প কৌশলে কি কি মনোহারি সামগ্রী তৈরী হয় তা খুবই বিনোদনী, দেখার বিষয় বটে।
|
|
কলাগাছকে ফাঁলি ফাঁলি করে কেটে রোদে শুকানো হচ্ছে। |
|
রোদে শুকানোর পর তৈরী হচ্ছে বেত ও সূতা। সে বেত ও সূতা দিয়ে তৈরী নানা মনোহারী দ্রব্য সামগ্রী। যা শুধুই চোধ ধাঁধাঁনো নয়, বিশ্ব বাজারের সবচেয়ে দামী সামগ্রী।
|
|
শুকানোর প্রক্রিয়াধীন কলা গাছ।
ডানে: শুকানোর পর শিল্পকৌশলে প্রক্রিয়াজাত করে সূতা ও বেত তৈরী। |
|
|
রোদে শুকিয়ে প্রক্রিয়ার মাধ্যমে পাটের মত আঁশ তৈরী করা হয়। |
|