1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩ জন আহত ৪ জন - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩ জন আহত ৪ জন

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৬১৮ পড়া হয়েছে

 

 

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ৪ জন। গতকাল শুক্রবার ২৩ডিসেম্বর সকালে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে এ গুলির ঘটনা ঘটে। খবর দিয়েছে বিবিসি।

ঘটনার পরপরই সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ফরাসি নাগরিক। আগের দুটি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের নজরে এসেছিলেন তিনি। তবে আজকের হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি প্যারিস পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 


প্যারিসে কুর্দিস হত্যা। ছবি: সংগৃহীত

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনায় সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অপর দুজনের অবস্থাও ভাল নয়।

পুলিশ কোনো বাধা ছাড়াই সন্দেহভাজন হামলাকারীকে আটক করে। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে শুক্রবার সন্ধ্যায় লণ্ডনের কিংক্রস আন্তর্জাতিক রেল ষ্টেশনের সামনে প্যারিসে কুরদিসদের হত্যার প্রতিবাদে কম্যুনিস্ট পার্টি এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ঘন্টাখানেক সময় তারা পুলিশি পাহাড়ায় বিভিন্ন ধ্বনির লিখিত কাগজের পতাকা বহন করে দাঁড়িয়ে অবস্থান নেয়।

 


কিংক্রস প্রতিবাদ। ছবিঃ মুক্তকথা

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT