1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জঙ্গি-সন্ত্রাস দমনে আর্থিক অনুদান - মুক্তকথা
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরবীয় সংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ‘প্রাইমেট ফেয়ার’ বন্যপ্রাণী সংরক্ষণে একটি সচেতনতমূলক প্রচারণা জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ চায় বামজোট চা কন্যা পূর্ণিমা রেলি হত্যা ঘটনা… জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মণিপুরী ললিতকলায় যখন প্রশিক্ষণ শুরু তখন ‘বাংলাদেশ প্রতিদিন’ ১৬বছরে পা দিয়েছে ১২৭ কর্মকর্তার সাথে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা গেলো সপ্তাহের বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ বাংলাদেশী বংশোদ্ভুত আইএস বধু শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার

জঙ্গি-সন্ত্রাস দমনে আর্থিক অনুদান

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ৪৮৪ পড়া হয়েছে

rtr26xd2-e1472023454599মুক্তকথা: বুধবার, ২৪শে আগষ্ট ২০১৬।।

বয়সের সন্ধিলগ্নে এসে যা’তে জঙ্গি-সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত না হয় সেই লক্ষ্য অর্জনের জন্য ইতালী সরকার এক বিশাল ব্যয়বহুল পন্থা নিয়েছে। সরকার এই বছর অর্থাৎ ২০১৬ সালে যারা ১৮ বছরে পা দেবে তাদের প্রত্যেককে ৫০০ ইউরো হিসাবে দেবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যয় করার জন্য। প্রকল্পের কাজ শুরু হবে এ বছরের ১৫ই সেপ্টেম্বর থেকে এবং গোটা ইটালির ৫,৭৫,০০০ যুবক এই অনুদান পাবে।

গত বছর পেরিসে সন্ত্রাসী আক্রমণের পর ইটালির সরকার এই ঘোষণা দিয়েছিল। সরকার আশা করছেন এই সাংস্কৃতিক বাড়তি পাওয়া বা অনুদান যুব সম্প্রদায়কে অহেতুক জঙ্গি-মৌলবাদী হওয়া থেকে বিরত রাখবে। এতে সরকারের খরচ হবে মোট ২৯০ মিলিয়ন ইউরো এবং সরকারের সুদৃঢ় ধারণা যে এ’টি একটি উত্তম খরচ।

গত বছর রোমে এক বক্তৃতায় ইটালির প্রধান মন্ত্রী বলেছিলেন- “কি ঘটেছিল পেরিসে সেদিন? পেরিস ঘটনা আমাদের সংকেত দেয় যে আমরা একটি সাংস্কৃতিক যুদ্ধের ভিতর বসবাস করছি”। “ওরা সন্ত্রাস করবে আমরা সাংস্কৃতিক উপায়ে উত্তর দেবো। ওরা মূর্তি ভাঙ্গবে আমরা শিল্পকে ভালবাসবো। ওরা পুস্তক বিনষ্ট করবে আমরা পাঠাগারের দেশ গড়ে তুলেছি বলে।

“১৮এপিপি” নামে একটি ইন্টারনেট এপ্লিকেশনের মাধ্যমে প্রত্যেক ১৮ বছর বয়সি যুবকেরা সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ‘ভাউচার’ ছাপা করে নিয়ে আসবে এবং সে খরচ করবে। সরকারের এই উদ্যোগকে নজরে রাখছেন ‘সংসদীয় আন্ডার সেক্রেটারী’ তমাসো নান্নিচিনি ইটালির সংবাদ মাধ্যমকে বলেছেন- “সরকারের এই উদ্যোগ দেশের যুবসম্প্রদায়কে এই বার্তাই পৌঁছে দিচ্ছে যে তারা এমন একটি সমাজে বসবাস করছে যে সমাজ, তাদের স্বাগতঃ জানায় যৌবনে পদার্পণের সাথে সাথে।” তিনি আরও বলেন, “এই উদ্যোগ তাদের আরও জানান দিচ্ছে যে ব্যক্তি হিসেবে নিজেকে সমৃদ্ধ করার জন্য এবং সমাজের বন্ধনের সূতাকে মজবুত রাখতে সংস্কৃতি এবং সংস্কৃতির সাথে সম্পৃক্তি কত গুরুত্বপূর্ণ এবং জরুরী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT