1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খাস জমি থাকতে শহরের ভেতরে স্কুলের নিজস্ব জমি কেন? - মুক্তকথা
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

খাস জমি থাকতে শহরের ভেতরে স্কুলের নিজস্ব জমি কেন?

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩০৭ পড়া হয়েছে

thumbnail_IMG_6674মুক্তকথা: মঙ্গলবার, ২০শে সেপ্টেম্বর ২০১৬।। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ভূমি অধিগ্রহন করে সরকারী অফিস নির্মাণের বিপক্ষে লন্ডনে সভা। সভায়, এ নিয়ে মৌলভীবাজারে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়। যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রগন এ সভার আয়োজন করেন। সভা অনুষ্ঠিত হয় আজ ২০শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় লন্ডনের হোয়াইচ্যাপেলের ‘মাইক্রোবিজনেস’ সেন্টারে।

সভায় সকলেরই একই প্রশ্ন যে, প্রয়োজনীয় খাস ভূমি থাকা সত্ত্বে‌ও কোন এক অজানা কারণে সরকারের শিক্ষা প্রকৌশল দফতরের নেক নজর পড়েছে শতবর্ষী বিদ্যালয়ের নিজস্ব ভূমির উপর। এক পর্বের স্কুল, ছাত্র সংখ্যা বেড়ে যা‌ওয়ায় দুই পর্বে চলছে। তাতে‌ও ছাত্র সংকুলান হয় না। আরো দালানের দরকার। দরকার প্রচুর অর্থের। শিক্ষকদের বাসস্থান সংকট তুঙ্গে! কয়েক বছর আগে শিক্ষক বাসস্থান নির্মানের সকল আয়োজন সম্পন্ন হবার পর‌ও কোন এক অজ্ঞাত কারণে বাসস্থান আর হয়নি। এরই মধ্যে ‘স্কুল হোস্টেল’ তত্ত্বাবধায়কের বাসার ভূমির উপর নতুন করে কুনজর পড়েছে সরকারী ‌ওই শিক্ষা প্রকৌশল দপ্তরের। সুদূর অতীতের ইংরেজ আমল থেকে ব্যবহৃত হয়ে আসা ‘সুপারিনটেনডেন্ট’ ‌ও ‘এসিসটেন্ট সুপারিনটেনডেন্ট কোয়ার্টার’এর জমিতে ‌ওই শিক্ষা প্রকৌশল দপ্তর ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। যতদূর জানা গেছে জেলা প্রশাসক কিংবা সরকারী স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে কিছুই জানেন না। স্বভাবতই প্রশ্ন জাগে, জেলা প্রশাসক ‌ও স্কুল প্রধানের অজ্ঞাতে, এরা কারা এবং কোন শুভ উদ্দেশ্যে এই ভূমিখন্ডে শিক্ষা প্রকৌশল দপ্তরের অফিসবাড়ী নির্মাণের ব্যবস্থা করলেন?

এর বিপক্ষে, অবস্থার মোকাবেলায়, আয়োজিত লন্ডনের উক্ত সভায় শীঘ্রই আরো ব্যাপক ভিত্তিতে ব্যাপক  মানুষকে  সম্পৃক্ত করার জন্য জোড়ালো পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় বক্তব্য রাখেন মসুদ আহমদ, সত্যব্রত দাস স্বপন, আব্দুল আহাদ চৌধুরী, আহাদুজ্জামান কোরেশী দিপু, মোস্তাক আহমদ আসকর, সৈয়দ ইকবাল, মোহাম্মদ মাহফুজ, সৈয়দ সাকেরুজ্জামান, গৌরীশ রায়, শফিকুর রহমান এবং সভায় সভাপতিত্ব করেন এডভোকেট হারুনূর রশিদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT