1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার কম্যুনিস্টপার্টির সন্মেলন - মুক্তকথা
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

মৌলভীবাজার কম্যুনিস্টপার্টির সন্মেলন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৩৩৫ পড়া হয়েছে

14449057_1191770854202340_7853169376913997030_n

মুক্তকথা: মৌলভীবাজার, শনিবার ১লা অক্টোবর ২০১৬।। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির দুই দিন ব্যাপী সম্মেলন সমাপ্ত হয়ে গেল। সম্মেলনের দ্বিতীয় দিনে এডভোকেট মকবুল হোসেনকে সভাপতি ও নিলিমেষ ঘোষ বলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়। আরও গঠন করা হয় সাত সদস্যের জেলা সম্পাদক মন্ডলী ও তিনজন সংগঠক। মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড মঞ্জুরুল আহসান খান। সম্মেলন উদ্ভোধন শেষে একটি লাল পতাকার মিছিল মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে।

14463252_1191770420869050_9177167924695830039_n

কাউন্সিলের মাধ্যমে গঠিত ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে আরো যারা আছেন তারা হলেন- সহ সাধারন সম্পাদক- এডভোকেট মাসুক মিয়া, সদস্য- খন্দকার লুৎফুর রহমান, জহর লাল দত্ত, আব্দুল লতিফ, রমাপদ ভট্টাচার্য্য যাদু, প্রতাপ সিংহ, আব্দুল ওয়াহিদ, আহমেদ সিরাজ, সমীরণ পাল, মোসাদ্দেক মেলা, সৈয়দ মোশারফ আলী, জলী পাল, সাইফুর রহমান, জিতেন্দ্র সিংহ, জাহাঙ্গীর জয়েস, নিতাই মিত্র, ছুরুক আহমদ।

আব্দুল হাফিজ চৌধুরী ইমু, আবু রেজা সিদ্দিকী ইমন এবং সঞ্জয় সিংহ সঞ্জু জেলা কমিটির সংগঠক হিসাবে নির্বাচিত হন। এছাড়া সাত সদস্যের জেলা সম্পাদক মন্ডলী গঠন করা হয়। সম্পাদক মন্ডলীর সদস্যগন হলেন- খন্দকার লুৎফুর রহমান, মকবুল হোসেন, নিলিমেষ ঘোষ বলু, মাসুক মিয়া, জহর লাল দত্ত, রমাপদ ভট্টাচার্য্য যাদু, জাহাঙ্গীর জয়েস।

14457536_1191770564202369_5360013983317152108_n

সম্মেলন উদ্ভোধন শেষে একটি লাল পতাকার মিছিল মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে আবার জনমিলনে ফিরে আসে। এর পর সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারন সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমরেড মঞ্জুরুল আহসান খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন।

14457517_1191770807535678_6300556500967563481_n

এছারাও সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট মগনু মিয়া, এডভোকেট আবু মোঃ ইয়াহিয়া মুজাহিদ, কৃষক নেতা আব্দুল মালিক, এডভোকেট মকবুল হোসেন, এডভোকেট মিজানুর রহমান, জহর লাল দত্ত, এডভোকেট মাসুক মিয়া, আব্দুল লতিফ, এডভোকেট নাজমা বেগম, জলী পাল, সৈয়দ মোশারফ আলী, মোসাদ্দেক মেলা, সাইফুর রহমান, ছুরুক আহমদ, জাহাঙ্গীর জয়েস, কামরুল হাসান মিজু। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন রমাপদ ভট্টাচার্য্য যাদু।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT