1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কোন দফতরের ভিত্তপ্রস্তর নয়, হবে "শহীদ বৃক্ষ উদ্যান" - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

কোন দফতরের ভিত্তপ্রস্তর নয়, হবে “শহীদ বৃক্ষ উদ্যান”

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬
  • ৪৯৪ পড়া হয়েছে
আহাদ4470

সভায় বক্তব্য রাখছেন প্রাক্তন ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরী

মৌলভীবাজার দফতর থেকে: মঙ্গলবার, ৪ঠা অক্টোবর ২০১৬।। আজ মঙ্গলবার ৪ঠা অক্টোবর, দুপুরে মুক্তিযুদ্ধে শহীদ খোকা, মুকিত, শহিদ ও রানুর স্মরণে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের দক্ষিণাংশে, বিভিন্ন জাতের ফুল ও ফলের চারা লাগিয়ে “শহীদ উদ্যান” তৈরি করেছে মৌলভীবাজারের শিক্ষার্থীরা। এখানেই কয়েক সপ্তাহ আগে গত ২৮শে সেপ্টেম্বর স্থানীয় এমপি সায়রা খাতুন শিক্ষা প্রকৌশল অধিদফতরের কার্যালয় নির্মাণের জন্য স্থাপন করেন ইট-সিমেন্টের ভিত্তি প্রস্তর। সেই ভিত্তি ভেঙে দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে “শহীদ বৃক্ষ উদ্যান” তৈরি করেছে ছাত্ররা।

হারুন

সভায় বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধা এডভোকেট সাংবাদিক হারুনূর রশীদ

thumbnail_IMG_4477

সভায় উপস্থিতির একাংশ

খেলার মাঠ রক্ষা ও ভবন নির্মাণের প্রতিবাদে এদিন ওই “শহীদ বৃক্ষ উদ্যান” তৈরী করতে গিয়ে শিক্ষার্থীরা সকালে শ্রেণীপাঠ বর্জন ও বিক্ষোভ সমাবেশ করে এবং পরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের কার্যালয় নির্মাণের জন্য চিহ্নিত ওই ভূমির চার পাশের খুঁটি উপড়ে ফেলে ভিত্তিপ্রস্তর ভেঙ্গে দেয়।

মসুদ

সভায় বক্তব্য রাখছেন প্রাক্তন ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবী মসুদ আহমদ

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে ওই ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন স্থানীয় এমপি।

গৌরিশ4481

স্মারকলিপি পাঠ করছেন গৌরীশ

এদিকে, গত ৩রা অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তথা মৌলভীবাজারের শিক্ষার্থীদের “খেলার মাঠ ও শিক্ষার পরিবেশ রক্ষা” আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রবাসে অবস্থানরত প্রাক্তন ছাত্রগন লন্ডনে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় সকলেই মৌলভীবাজারের শিক্ষার্থীদের ওই মাঠ রক্ষা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানান এবং মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসকের কাছে স্কুলের এই জমিটি বাদ দিয়ে অন্যত্র ‘প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়’ নির্মাণের প্রয়োজনীয় ভূমির ব্যবস্থা করার অনুরোধ ও জোর দাবী জানান। বৃহত্তর সিলেট উন্নয়ন ও কল্যাণ কাউন্সিলের দফতরে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রনেতা বিশিষ্ট রাজনীতিক মসুদ আহমদ।

সভায় আলোচনায় অংশ নেন হারুনূর রশীদ খান,  আব্দুল মান্নান,  নুরুল ইসলাম মাহবুব,  সৈয়দ এ কাইয়ুম কয়ছর,  সত্যব্রত দাস স্বপন,  আব্দুল আহাদ চৌধুরী,  সৈয়দ সুরুক আহমদ,  সৈয়দ ইকবাল,  সুভাগত দে,  গৌরিস,  মোহাম্মদ ইমন প্রমূখ নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT