লন্ডনের মে ফেয়ার ভেন্যুতে নন্দন আর্টসের আয়োজনে সম্পন্ন হলো বহুল প্রতীক্ষিত সংগীত অনুষ্ঠান ‘লন্ডন গজল নাইট ২০২৫’ গত ২১শে সেপ্টেম্বর। উপমহাদেশের কিংবদন্তি গজল, নজরুলগীতি ও আধ্যাত্মিক সংগীত শিল্পী অনুপ জালোটা তাঁর মায়াময় কণ্ঠে একের পর এক জনপ্রিয় ও হৃদয়স্পর্শী গান পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেন।
এ আয়োজনের নেতৃত্ব দেন নন্দন আর্টসের কর্ণধার রাজিব দাস, যার আন্তরিক প্রচেষ্টা ও পরিকল্পনায় এই মহোৎসবটি সফলভাবে সম্পন্ন হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, লন্ডনের বাঙালি কমিউনিটির উদ্যোগে এটিই ছিল অনুপ জালোটা’র প্রথম অনুষ্ঠান, যা এক ঐতিহাসিক সাংস্কৃতিক মুহূর্তে পরিণত হয়।
![]() |
পুরো ভেন্যু ছিল কানায় কানায় পূর্ণ। লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে সংগীতপ্রেমীরা ছুটে আসেন; বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশীয় নানা কমিউনিটির উপস্থিতিতে তৈরি হয় এক অসাম্প্রদায়িক সুরময় পরিবেশ। দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাস, করতালি ও গানের প্রতি গভীর ভালোবাসা দেখে অনুপ জালোটা নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি শ্রোতাদের অনুরোধে তাঁর বিখ্যাত কয়েকটি গজল পরিবেশন করেন, যা মুহূর্তেই ভেন্যুতে ছড়িয়ে দেয় এক অপার্থিব আবেশ।
অনুষ্ঠান শেষে দর্শকরা অনুপ জালোটা ও আয়োজক নন্দন আর্টসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের উচ্চমানের সাংস্কৃতিক আয়োজন লন্ডনে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে তাঁরা এমন আশা প্রকাশ করেন।