1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চাতলাপুরে ভারতীয় হাইকমিশনার - মুক্তকথা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

চাতলাপুরে ভারতীয় হাইকমিশনার

কমলগঞ্জ(মৌলভীবাজা) সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৪ পড়া হয়েছে

ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ব্যবসায়ীদের সাথে
মত বিনিময়


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং। এ সময় সাথে ছিলেন তাঁর সহধর্মিনী এন হাং সিং।

গত সোমবার(১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শেন শেষে এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার।

এ সময় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মাং সাচিং বার্মা, এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো: ফখরু উদ্দিন চৌধুরী, রুবেল আহমদ, জসিম মিয়া, হেলাল উদ্দিন প্রমুখ।

এদিকে এ ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে পৌঁছালে চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে চাতলাপুর ব্যবসাযীরা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয়। একইসাথে স্থানীয় ব্যবসায়ীরা আমদানি-রফতানিকারক সমিতির সমস্যাসহ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করা হয়।

এদিকে ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা সহজ করার জন্য দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার ব্যবসায়ীদের কথা শুনেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT