মুক্তকথা: শনিবার ১৭ই অগ্রহায়ন ১৪২৩।। বৃটিশ বিজ্ঞানী স্টেপেন হকিং রোমের “জেমেল্লি হাসপাতাল”এ গত বৃহস্পতিবার রাতে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তবে তার অবস্থা তেমন খারাপ কিছু নয় বলে তার একজন মুখপাত্র বলেছেন।
৭৪ বছর বয়স্ক বিজ্ঞানী রোমে “পন্টিফিকেল একাডেমী অব সায়েন্সেস” এর একটি সন্মেলনে গিয়েছিলেন। তিনি গত সোমবারে পোপ ফ্রান্সিসের সাথে দেখাও করেছেন। এমএসএন টেলিগ্রাফের বরাতে এ খবর দিয়েছে।
বিশ্বখ্যাত এই সৌর ও পদার্থ বিজ্ঞানী “সুদীর্ঘ কাল যাবৎ “মটর নিউরেইন” রোগে ভুগছেন। আজ শনিবার তিনি বৃটেনে ফেরৎ আসার কথা। ‘জেমেল্লি” হাসপাতাল জানিয়েছে সতর্কতার জন্য তিনি আরো একটি রাত হাসপাতালে কাটাবেন তবে অবস্থা অবশ্যই নিয়ন্ত্রনে আছে।
“এ ব্রিফ হিস্টরী অব টাইম” এর লিখক হকিং সাধারণতঃ একটি কম্পিউটারের মাধ্যমে কথা-বার্তা বলেন এবং সব সময়ই দু’জন নার্স নিয়ে ঘোরাফেরা করেন। তিনি রোমের ভেটিকানে গত ২৫শে নভেম্বর “বিশ্ব ব্রহ্মান্ড”এর মূল উৎপত্তির উপর একটি ভাষণ দেন।
“জেমেল্লি” রোমের সবচেয়ে ভাল হাসপাতাল বলে খ্যাতী আছে আর পোপের চিকিৎসাও ওই হাসাপাতালে হয়ে থাকে।