1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভারত সফরে একশত সদস্যের বাংলাদেশ দল - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

ভারত সফরে একশত সদস্যের বাংলাদেশ দল

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ৩৪৯ পড়া হয়েছে
bdyd-2

সফররত বাংলাদেশ দলের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি।

লন্ডন, মঙ্গলবার ২০শে অগ্রহায়ণ ১৪২৩।।  ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডিগ্রির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল সোমবার  সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সেদেশে সফররত বাংলাদেশের ১০০ সদস্যের ইয়ুথ ডেলিগেশন টিম সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ দলের সাথে কুশল বিনিময়ের পর তাদের উদ্দেশ্যে বক্তৃতাও দেন প্রেসিডেন্ট প্রণব।

‘হান্ড্রেড-মেম্বার বাংলাদেশি ইয়ং ডেলিগেশন’ নামে এ টিমে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের তরুণ সাংবাদিক ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে রয়েছেন ৫০ জন পুরুষ এবং ৫০ নারী সদস্যের তরুণ প্রকৌশলী, শিল্পী ও মঞ্চকর্মী। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আমন্ত্রণে রবিবার এই দল ভারত সফরে গেছেন।

সফরের সময় ভারতের ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ রাজধানী নয়াদিল্লি, আগ্রা, আহমেদাবাদ ও কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন বাংলাদেশের এই দল।
২০১২ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে সফল বাংলাদেশের ১০০ তরুণকে এ সুযোগ দিয়ে আসছে ভারত। (ইত্তেফাক থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT