লন্ডন: শুক্রবার, ১৪ই পৌষ ১৪২৩।। আমেরিকার নির্বাচনে রুশীয়দের সাইবার হস্তক্ষেপের দায়ে দায়ীকরে ওবামা প্রশাসন ৩৫ জন রুশ কূটনীতিককে দেশ থেকে বহিস্কার করে দিয়েছেন। আমেরিকা বলেছে এটি পুতিন প্রশাসনের উপর নতুন নিষেধাজ্ঞা (সেন্কশন)। তাদের বিশ্বাস, রিপাব্লিকান নেতা ট্রাম্পের পক্ষে কাজ করার জন্য, রুশরা তাদের “ডেমোক্রেটিক নেশনেল কমিটি”, হিলারী ক্লিন্টনের প্রচারাভিযান ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের উপর, সাইবার আক্রমণ চালিয়েছিল।
“কতিপয় সাইবার কার্য্যক্রমের উপর, যে সব সাইবার কাজ আমাদের নির্বাচন প্রক্রিয়া ও প্রশিক্ষন কেন্দ্রগুলোকে কিংবা আমাদের অংশীদার বা মিত্রদের উপযুক্ত মনে করেনা, তাদের জবাব দেয়ার বিষয়ে বাড়তি কর্তৃত্ব রাখে আমি এমন একটি নির্বাহী নির্দেশ দিয়েছি।” হাওয়াই এ পরিবার নিয়ে ছুটি কাটানো অবস্থায় ওবামা এ নির্দেশ দেন। তিনি, আমেরিকায় রুশিওদের দু’টি কর্মক্ষেত্রও বন্ধ করে দেয়ার ঘোষণা দেন।
দুই সপ্তাহ আগে একটি বিবৃতিতে ওবামা বলেছিলেন যে আমাদের পছন্দমত সময়ে ও স্থানে মস্কোর সাইবার আক্রমণের জবাব তিনি দেবেন।(গার্ডিয়ান থেকে)