1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কেনাডায় মসজিদে গুলি করে ৬জনকে হত্যা - মুক্তকথা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

কেনাডায় মসজিদে গুলি করে ৬জনকে হত্যা

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৫৮২ পড়া হয়েছে

পুলিশ একজনক ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে এবং অন্য জায়গা থেকে আর একজনকে গ্রেপ্তার করেছে।

কুইবেক: কানাডার কুইবেক শহরে “কুইবেক ইসলামী কালচারেল সেন্টারে” তিন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী গেল রোববার রাতে বেপরোয়া গুলি চালায় প্রার্থনারত মানুষদের উপর। তাদের অতর্কিত আক্রমনে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। খবর দিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত আটটা নাগাদ নামাজ চলাকালীন অতর্কিতে তিন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। সেই সময় ওই ধর্মস্থানে অন্তত ৫০ জন ছিলেন। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। দু জন বন্দুকওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
ওই ধর্মস্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি, জাতিবিদ্বেষের কারণেই এই হামলা। গত বছরের জুন মাসে ওই ধর্মস্থান অপবিত্র করা হয়েছিল। এবার সেখানে হামলা চালানো হল। মৃতের মধ্যে ৩৫ বছর বয়স থেকে ৭০ বছর বয়সীও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই গণ্য করা হচ্ছে।
কানাডার প্রধান মন্ত্রী ফিলিপ্পে কৌলার্ড ও তার সরকার এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন এ ধরনের কোন সন্ত্রাসীর জাগা নেই কেনাডার সমাজে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT