The @peta models pose alongside two unexpected additions… #LFW security pic.twitter.com/Rkmb1ZgFPy
লন্ডন: শনিবার, ৬ই ফাল্গুন ১৪২৩।। গেল সপ্তাহে লন্ডন ফেশন সপ্তাহ চলাকালিন সময় ৪জনের একটি প্রতিবাদি দল খালি গায়ে উদোম হয়ে প্রতিবাদ জানায়। এরা ‘পেটা'(PETA=People for the Ethical Treatment of Animals) নামের একটি প্রাণী অধিকার সংরক্ষক দলের সক্রিয় সদস্য। গত ১৭ফেব্রুয়ারী থেকে ২১শে ফেব্রুয়ারী পর্যন্ত চলা ‘লন্ডন ফ্যাশন’ প্রদর্শনীর মঞ্চে উঠে ওই সদস্য তিনজন মঞ্চের সাজসজ্জ্বা সব তচনচ করে দেয়। তাদের কথা ‘ফ্যাশন’ হবে মনের সুন্দর দিয়ে গড়া, রক্ত ঝরিয়ে নয়। ‘পেটা’ প্রতিবাদি দলের কর্মিরা হঠাৎ করেই উদোম গায়ে ‘পোষ্টার’ হাতে মঞ্চের যে জায়গায় মডেলগন নবরংয়ের পোষাক পড়ে প্রদর্শনী করে ঠিক সেই ‘কেটওয়ে’তে উঠে তাদের প্রতিবাদ জানাতে দাড়িয়ে থাকে। এই ফ্যাশন সপ্তাহ শুরুর আগের দিন প্রখ্যাত ‘ফ্যাশন মডেল’ ৫ জনের এক দল রাস্তায় হাতব্যাগে রক্ত লাগিয়ে লন্ডনের কেন্দ্র বিন্দু ‘বন্ড স্ট্রিট’এ প্রতিবাদ জানান। মডেলগন হলেন-জেনি মিলার, দানি থম্পসন, অলগা ভিলচিন্সকায়া, আন্না বুরায়া ও দারিনা মিলজেভস্কা। হাতে রাখা কাগজে(পোষ্টার) তাদের লিখন ছিল-“ফ্যাশন সুন্দর হবে তবে রক্তাক্ত নয়।” তারা বলছিলেন-“প্রাণীরা সূতা বা কাপড় নয়- তারা বেঁচে থাকা জীবন। এরা আমাদেরই মত বেদনা অনুভব করে, ভয় পায়, ভালবাসে এবং বাঁচতে চায়।” এ কথাটি ‘হাফিংটন পোষ্ট’কে বলেছেন মডেল তারকা ‘মিলজেভস্কা’। তিনি আরো বলেছেন-“নির্যাতন করা প্রাণীর চামড়া দিয়ে তৈরী কোন সামগ্রী ব্যবহারে কোন কারণেই কোন ‘গ্লেমার’এর কিছুই নেই।”
‘বন্ডস্ট্রিট’ প্রতিবাদের উপর বলতে গিয়ে ‘পেটা’র পরিচালক ‘মিমি বেখেছি’ বলেন-“ফ্যাশন অবশ্যই সুন্দর হবে তবে রক্ত দিয়ে নয়।” ‘পেটা’ দুনিয়ার সকল মানুষের প্রতি আবেদন জানিয়ে নিরপরাধ নিরীহ প্রাণীর প্রতি সদয় হতে আহ্বান জানিয়েছে। সাপ, কুমির, কাঙ্গারু, এলিগেটর, ইলস এবং অন্যান্য প্রাণীর চামড়া দিয়ে জুতা বা হাতবেগ ইত্যাদি সৌখিন পণ্য তৈরী বন্ধেরও আহ্বান জানিয়েছে।