মুক্তকথা: লন্ডন।। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগামীকাল বুধবার দুই দিনের এক বেসরকারি সফরে ঢাকায় যাচ্ছেন। সকালে ঢাকায় পৌঁছানোর পর দুপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
যুক্তরাজ্যের স্বনামখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে স্থাপিত গবেষণাধর্মী আইজিসি-অক্সফোর্ড কমিশন উন্নয়নশীল দেশগুলোতে টেকসই উন্নয়নে কাজ করে চলেছে। এই কমিশনের চেয়ারম্যান হলেন ডেভিড ক্যামেরন।
স্থানীয় একটি হোটেলে ব্র্যাকের ব্যবস্থাপনায় যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘ভঙ্গুর অবস্থা, প্রবৃদ্ধি ও উন্নয়ন: বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন তিনি।
সফরকালে ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন বলে জানা যায়। এ ছাড়া আজ তিনি ব্রিটিশ উন্নয়ন সংস্থা ডিএফএআইডি’র অর্থায়নে ঢাকায় একটি উন্নয়ন প্রকল্প এবং একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা হবে তার প্রথম বাংলাদেশ সফর।