লন্ডন: ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রন কে হত্যা পরিকল্পনার জন্য পুলিশ একব্যক্তির উপর দায়ারোপ করে গ্রেপ্তার করেছে। ২৩ বছর বয়স্ক ওই ব্যক্তিকে গত বুধবার প্যারিসের শহরতলী থেকে পুলিশ গ্রেপ্তার করে। লন্ডনের বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। এক অভিযোগে জানা যায়, একটি ভিডিও খেলা ‘চাটরুম’-এ ওই ব্যক্তি হ্ত্যা কাজের জন্য একটি বন্দুক কেনার কথা বলে। এর পরেই ওই চাটরুম থেকে পুলিশকে সতর্ক করে দেয়া হয়। স্বঘোষিত চরম ডান্পন্থি গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে যে সে আসন্ন ১৪ই জুলাই ফ্রান্সের বাস্তিল দূর্গ পতন দিবস পালনের দিন প্রেসিডেন্ট মেক্রনকে হত্যার পরিকল্পনা করেছিল। পুলিশ তার ঘর থেকেই তাকে গ্রেপ্তার করেছে। তার কম্পিউটারে খোঁজ-খবর নিয়ে পাওয়া গেছে যে সে ইন্টারনেটে যোগ্যতর লক্ষ্য বিষয় নিয়ে সে খুব খোঁজখবর নিয়েছে। তার গাড়ীতে ৩খানা পাকশালার চাকুও পাওয়া গেছে। গত শনিবার তাকে একটি সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার পরিকল্পনার জন্য গ্রেপ্তার করা হয় বলে এক বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে।