রাম নাথ কোবিন্দ। যার রাজনীতির শুরু আজ থেকে ২৩ বছর আগে। উত্তর প্রদেশ থেকে ভোটে বিজয়ী হয়ে রাজ্যসভায় সদস্য হিসেবে যোগ দেন। সেই ১৯৯৪ সাল থেকে শুরু। ১৬ বছর হলো দিল্লীর হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে উকালতি করছেন। এই-ই, আর বেশী হাটতে হয়নি। এবার ভারতের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন গত বৃহস্পতিবার। মহামহিম প্রণব মুখোপাদ্যায়ের স্থালাভিষিক্ত হলেন। ২০০৬ সালের মার্চ পর্যন্ত ১২ বছর উত্তর প্রদেশের হয়ে দু’দফা রাজ্যসভা সদস্য হিসেবে কাজ করেছেন। নিউইয়র্কে ভারতের প্রতিনিধি হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ২০০২ সালের আক্টোবরে। রাজ্যসভার সদস্য হিসেবে কাজের সময় মহামহিম কোবিন্দ উত্তরপ্রদেশের (স্থানীয় এলাকার উন্নয়ন) গ্রামীন শিক্ষাঙ্গন উন্নয়নে অবদান রাখেন। তিনি লখ্নৌ এর ডঃ বি আর অম্বেদকর বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য এবং কলকাতায় ভারতীয় ব্যবস্থাপনা প্রশিক্ষনালয়ের গভর্নর পর্ষদের সদস্য হিসেবে দায়ীত্বপূর্ণ ভূমিকা পালন করেন।