মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ। ১৫ সেপ্টেম্বর বিকেলে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের বাসভবনে সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরুজ এর কাছে এই স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের আহবায়ক মোঃ আবু তাহের, সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, মকিস মনসুর, খালেদ চৌধুরীসহ অনেকেই। এসময় চীফ হইপ এর সাথে ছিলেন-সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানসহ অনেকেই। সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের দেয়া স্মারকলিপি থেকে জানা যায়, মৌলভীবাজার বিভিন্ন দিক থেকে একটি সমৃদ্ধশালী জেলা এবং ঐতিহ্যের অধিকারী। কিন্তু শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এ জেলা পিছিয়ে রয়েছে। তাই মৌলভীবাজারের মানুষের প্রানের দাবী এ জেলায় যেন একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ব বিদ্যালয় যেন স্থাপন করা হয়।