মৌলভীবাজার অফিস।। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছে। রোববার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে আইন লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা এবং মিষ্টির মধ্যে বেশকিছু মরা মাছিসহ পোকা পাওয়া জাতীয় বিভিন্ন কারনে হবিগঞ্জ সড়কস্থ গৌরিচাঁদ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা ও সঠিক ওজনে খাদ্যপন্য বিক্রি না করার দায়ে একই এলাকার ভাসুদেব মিষ্টান্ন ভান্ডারকে আরো ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সেনেটারী ইন্সপেক্টর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রেবের কমান্ডারসহ রেবফোর্স ও শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।