1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লন্ডনে চাকু অপরাধ বিশেষমাত্রায় বেড়েছে - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

লন্ডনে চাকু অপরাধ বিশেষমাত্রায় বেড়েছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৬৪৭ পড়া হয়েছে

ছবি: গার্ডিয়ান

ইংরেজী নববর্ষের সূচনাতেই চাকুর আঘাতে ৪ জনকে প্রান দিতে হয়েছে লন্ডনে। ২০১৭ সালে মোট ৮০জন চাকু আক্রমনের শিকার হন। নিহত ৪জনের ৩জন মারা যান নববর্ষের পূর্বক্ষনে আর একজন মারা যান নতুন বছরের দিন।
চাকু দিয়ে আক্রমন ও হত্যা এ ঘটনাগুলো ঘটেছে লন্ডনের উত্তর, পূর্ব ও দক্ষিন এলাকায় ১৫ঘন্টা সময়ের মধ্যে। খবর ছিল গার্ডিয়ানের।
এ প্রসঙ্গে মেয়র সাদেক খান বলেছেন চাকু দিয়ে হত্যা অপরাধ সংগঠন নির্মূল করার কাজ তিনি কঠোরভাবে করে যাচ্ছেন। পুরো নতুন বছর তিনি এ লক্ষ্যে বিশ্রামহীন কাজ করে যাবেন।
বৃটেনের বহু জৈষ্ঠ্য পুলিশ অফিসার ক্রেসিডা ডিক বলেছেন চাকু অপরাধ দমনে বাড়তি সংস্থান ও তৎপরতার প্রয়োজন। তিনি বলেন চাকু অপরাধ, পুলিশ ও অন্যান্য জনসেবাগুলোকে চাপের মধ্যে রেখেছে। এই অপরাধের সাথে জড়িতদের ধরতে পুলিশ খুবই তৎপর রয়েছে বলে মেয়র বলেছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT