মৌলভীবাজার প্রতিনিধি।। গত সোমবার বিএনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়া শাহজালালের মাজার জিয়ারতে আগমনকালে মৌলভীবাজার শেরপুরে পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপর মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে মৌলভীবাজার ডিবি’র এসআই শুভদ চন্দ্র শাহা বাদী হয়ে বিএনপি নেতা আয়াছ আহমদ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জলসহ প্রায় ৭০/৮০ জন নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে গত সোমবার দুপুরে শেরপুর থেকে রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম (সুন্দও বক্স) ও টেংরা ইউনিয়ন বিএনপি সম্পাদক জবলু তালুকধারকে আটক করে পুলিশ। তবে,বিএনপি নেতারা জানান, বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের উপর পুলিশ লাটি চার্জ করে সড়কে দাড়াতেই দেয়নি। জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, ৪০ জন নেতা-কর্মীও নাম উল্যেখ ও আরো ৪০জনকে অজ্ঞাত উল্যেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আমাদের সদর উপজেলা বিএনপি সভাপতি ও পৌর কাউন্সিলর আয়াছ আহমদ,স্বাগত কিশোর দাশসহ ৮০ জনকে আসামী করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ বুধবার বিকেলে জানান, শেরপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। এ মামলায় পুলিশ তিন জনকে আটক করেছে। মৌলভীবাজার ডিবি’র ওসি মোঃ জহির বলেন এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।