মৌলভীবাজার প্রতিনিধি: ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটসআ্যাপ ও ফেইসবুক গ্রুপ এর উদ্যোগে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ এর প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ড.ওয়ালী তছর উদ্দিন এর সভাপতিত্বে এবং এম. মুহিবুর রহমান মুহিব ও জুবায়ের আলী আহমদ’এর যৌথ সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন সম্মিলিত সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের আহবায়ক এ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের।
বৈঠকে আলোচনায় অংশ নেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মো: আব্দুস শহীদ, মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিন। বৃটেন থেকে টেলিকনফারেন্সে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটসআ্যাপ গ্রুপের এডমিন বৃটেন প্রবাসী কমিউনিটি নেতা মকিস মনসুর আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাবেক সংসদ সদস্য হুছনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, জেলা বিএনপির সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা: পার্থ সারথি দত্ত কাননগো, সিভিল সার্জন সত্যকাম চক্রবর্ত্তী, পল্লি বিদুৎ সমিতির সভাপতি ডা: ছাদিক আহমদ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: আজিজুর রহমান, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সিলেটস্থ মৌলভীবাজার সমিতি সভাপতি সাংবাদিক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, শাহাজাল বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়রে অধ্যাপক সৈয়দ আশফাকুর রহমান, ডা:এ কে এম জিল্লুল হক, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধূরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা এম এ রহিম(সিআইপি), সাইফুর রহমান বাবুল, আব্দুল মালেক তরফদার সোয়েব, জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, কনকপুর ইউপির চেয়ারম্যান রেজাউর রহমান চৌধূরী রেজা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মৌলভীবাজারবাসীর প্রাণের দাবী মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষে দেশ ও প্রবাসের মানুষ জোটবদ্ধ। একযোগে চলছে নানা শান্তিপূর্ণ আন্দোলন। জেলার প্রায় ২৫ লক্ষ মানুষের জন্য মেডিকেল কলেজ আজ সময়ের দাবি। প্রবাসী ও পর্যটন অধ্যূষিত মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজ না থাকায় মানুষ বঞ্চিত হচ্ছেন। দ্রুত মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবী এ জেলাবাসীর। গোলটেবিল বৈঠকে জেলার ৪ সংসদ সদস্যের মাধ্যমে জেলাবাসীর এই যৌক্তিক ও প্রাণের দাবি সংসদে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করবেন এমন প্রতিশ্রুতিই দেন আলোচনায় অংশ নেওয়া এজেলার ৩ জন সংসদ সদস্য। গোল টেবিল বৈঠকে জেলা ও উপজেলার নানা শ্রেণী পেশার প্রায় ৩ শতাধিক গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। দাবী বাস্তবায়নে আগামীতে নানা আন্দোলন কর্মসূচী বাস্তবায়নে একাত্বতা পোষণ করেন উপস্থিত আলোচক ও সুধীজনরা।