লন্ডন: বৃটেনে ৫৫ বছরের কম বয়সীদের এককালীন অতিরিক্ত সহায়তা হিসেবে ১০হাজার পাউণ্ড দেয়া হবে বলে পত্রিকারান্তরে প্রকাশিত এক সংবাদে জানা গেছে। বছরে ৫হাজার পাউন্ড হিসেবে দু’বছরে এ অর্থ দেয়ার জন্য ‘রয়েল সোসাইটি অব আর্টস’ এরূপ একটি প্রস্তাব রেখেছে।
“ইউনিভারসেল বেসিক ইনকাম”(ইউবিআই) যাকে বলা যায় “সর্বজনীন মৌলিক ন্যুনতম আয়” হিসেবে ৫৫ বছর বয়সের কম প্রত্যেককে দেয়া হবে। এই অর্থ সহায়তা দিতে গিয়ে কেউ কাজে আছে কি-না তা দেখা হবে না। ‘ইভিনিং ষ্ট্যান্ডার্ড’এর বরাতে এমএসএন আজ এমন খবর প্রকাশ করেছে।
অনুরূপ প্রকল্প চালু আছে ফিনল্যাণ্ড ও আলাস্কায়। বিগত ৩দশক ধরে এ দু’টি দেশে “বেসিক ইনকাম পেমেন্ট” বলে এ অর্থ দেয়া হয়।
স্কটল্যাণ্ড, অনুরূপ একটি প্রদর্শনীমূলক প্রকল্প এডেনবারাহ, গ্লাসগো, নর্থএরশায়ার এবং ফিফে-তে চালু রেখেছে।
‘রয়েল সোসাইটি অব আর্টস’ এর মতে এই “ইউনিভারসেল বেসিক ওপরটুনিটি ফাণ্ড” মৌলিক বেনেফিট প্রদানের পরিবর্তে একটি নতুন অনুদান। সম্ভবতঃ সরকারী তহবিলের মাধ্যমেই এই অনুদান প্রদান করা হবে। এবং ফেইচবুক ও অন্যান্য বিশাল বিশাল কারিগরী সংস্থার উপর করারোপ করে এই তহবিল সৃষ্টি করা যাবে।
প্রস্তাবনায় বলা হয়েছে, যারা অর্থ কাজে লাগানোর যুক্তিযুক্ত সদ্দিচ্ছা দেখাতে পারবে তাদের সকলকে এই অর্থ সাহায্য দেয়া হবে।
এই অনুদানের ফলে একজন কমদক্ষ কর্মী পেশাগত উন্নতির জন্য কর্মঘন্টা কমিয়ে প্রশিক্ষণে যেতে পারবে। এই তহবিল, একজন কর্মীকে তার ভেতরের মেধাশক্তিকে সফলভাবে কাজে লাগাতে সহায়তা করবে। শ্রমিকদল বলেছে তারাও ‘ইউবিআই’ চালুর কথা চিন্তা করছে বলে ‘ইভিনিং ষ্ট্যান্ডার্ড’ সংবাদে উল্লেখ করেছে।