মৌলভীবাজার প্রতিনিধি।। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টানে অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান চালান সংশ্লিষ্ট অধিদপ্তরের পরিচালক মোঃ আল আমিন। অধিদপ্তরের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, খাদ্যপন্যের সাথে অস্বাস্থ্যকর রং ব্যবহার, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীসনদ না নেয়া, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, অতিরিক্ত দাম লিখে বিদেশী প্রষাধনী বিক্রি ও দধি এর প্লাস্টিকের পাত্রে স্টিকার ইচ্ছামত লাগানোর অপরাধে চারটি প্রতিষ্টানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের মৌলিক অধিকার আদায়ের এসব অভিযানে জননী হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৩ হাজার, আদমপুর বাজার ভাই ভাই স্টোরকে ৩ হাজার, দক্ষিণ চৌমুহনী অবস্থিত স্বাদকে ৪ হাজার, চৌমুহনায় অবস্থিত নূরা ফার্মেসীকে আরো ২ হাজার জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর দুলাল মিয়াসহ সংশ্লিষ্ট থানার পুলিশ ফোর্স।