শাম্মী সামসুলের কবিতা |
কিছু নেই নেবার ***** ঘুম হয়না রোজই তাই বলে জেগেও থাকিনা। না ঘুম না জাগরন তারই মাঝে রাত ভেসে যায় চিন্তা খেলা করে, কাকে যেন মনেও পড়ে, ছায়া মত দেখা দেয় অমসৃণ কাঁচের ওপারে ক্ষনে ক্ষনে কিছু দীর্ঘশ্বাসে। স্বস্তি ছুটি নেয় শুধুই এপাশ ওপাশ । শব্দ হয় জানালায়, না রিনিঝিনি নয় বসন্ত বাতাসও নয়, বুঝিবা অভাবি মানুষ কোনও কেউ না চিনে ফেলে তাকে তাই আঁধারেই খুজে ফিরে ক্ষুধা নিবৃতির ঠিকানা । আমি গলা বাড়িয়ে বলি “জেগে আছি ভাই, আমি ভিন্ন এ ঘরে নেবার কিছু নাই”। |
না – সে নেয়নি আমাকে, জমা খরচের পুরাতন খাতা নিতে চায়না কেউই, পুরানো কাগজ ক্রেতা, অনুরোধে যদিবা নেয় – ছিড়ে ফেলে বাঁধানো মলাট, কারন মূল্যহীন সে বাড়তি ওজন।। পৃথিবী তার পথে চলে নীরবে সময় পাড়ি হয় আমার না আশায় না অপেক্ষায়, শ্বাসে – প্রশ্বাসে অকারন বায়ু দূষণে পৃথিবীর ! নির্মম আত্মগ্লানি গোপন আঁধারে লুকায়, তারি মাঝে চলমান সময় নিয়ে আসে আবারো এক সকাল, পাখির কলরব কহে দ্বার খোল হে মানব, দেখ, নতুন ভোর এক দাঁড়িয়ে তোমার দরজায়।। Shammi Shamsul ১৭ জুলাই, ৬:৪৬ PM-এ· |