আব্দুল ওয়াদুদ।। নানা আয়োজনের মধ্যদিয়ে মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে কালেক্টেরেট এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পূনরায় কালেক্টরেট ভবন এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোরুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন। সভায় জেলার সম্ভাবনাময় বিভিন্ন পর্যটন শিল্প নিয়ে বিশদ আলোচনা হয়। এতে সম্ভাবনাময় সকল পর্যটন এলাকাকে কাজে লাগিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করে সরকারের রাজস্ব আরো বৃদ্ধি হবে এমন আহবান জানানো হয়।
এদিকে রাজনগর থানা পুলিশের আয়োজনে উপজেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কে ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, রাজনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জিলাল উদ্দিন, রাজনগর থানার ওসি শ্যামল বণিক, মোহাম্মদ সহিদুল ইসলামসহ অনেকেই।