হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ।। কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান পতনঊষার ইউনিয়নের ৯নং রসিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে ১৫ই নভেম্বর(বৃহস্পতি বার) ১ ঘটিকায় সময় পিএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়। বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক বানীপদ চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ সমাচারের কমলগঞ্জ প্রতিনিধি হিফজুর রহমান তুহিন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সবিতা রাণী দেবী, সহঃশিক্ষিকা জাকেরা আক্তার, সহ শিক্ষিকা দীপা গোস্বামী।
এ সময় উপস্হিত ছিলেন সামাজিক রাজনৈতিক বিভিন্ন পেশার মানুষ। অনুষ্টানে বক্তারা বলেন, রসিদ পুর সরকারি প্রাঃ বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে এলাকার একটি সুনামধন্য প্রতিষ্টান। অত্র এলাকার আধুনিক শিক্ষার মডেল হবে বলে বক্তাগন সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিবছর এই স্কুল থেকে শতভাগ ছাত্র-ছাত্রী পাস(এ প্লাস) করছে ও সরকারি বৃত্তি পেয়ে আসছে। প্রতিদিন সৌহার্দ্য পূর্ন পরিবেশে পাঠদান দিয়ে যাচ্ছে এ বিদ্যালয়ের শিক্ষকগন।
পাশাপাশি ম্যানেজিং কমিটির সভাপতি, পড়া লেখার মান উন্নয়নে আগামীতে আরো বেশি সহযোগীতা করবেন বলে ঘোষনা দেন। অনুষ্টান শেষে সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের হাতে চকলেট তুলেদেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পরিশেষে ছাত্র-ছাত্রীদের সফলতার জন্য দোয়াকামনা করা হয়। এ সময় মোনাজাত করেন রসিদপুর বায়তুল ইসলাম জামে মসজিদের ইমাম সফিকুর রহমান।