মুক্তকথা সংবাদকক্ষ।। বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারত সফরে গিয়েছেন। মন্ত্রী নিয়োগ পাওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। সফরের সূচনায় তিনি প্রথমেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক সৌজন্য সাক্ষাতে হাজির হন। সৌজন্য সাক্ষাতে নরেন্দ্র মোদি বলেন, বিগত কয়েক বছর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. মোমেনকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী এবং প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নেয়ার প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারতের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির বিষয় অবহিত করেন। আবদুল মোমেন আগামীকাল অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের(জেসিসি) ৫ম বৈঠকে যোগ দিতে গতরাতে নয়াদিল্লী পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর সাথে প্রথাগত সৌজন্য সাক্ষাতের পর তিনি ভারতের অতিসম্প্রতি অবসর প্রাপ্ত প্রধানমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিক ড. মনমোহন সিং এর সাথে সাক্ষাৎ করেন। এরপরই তিনি তার ভারতীয় সতীর্থ শ্রীমতি সুষমা স্বরাজ’এর সাথে সাক্ষাৎ করবেন। আগামীকালই শ্রীমতি সুষমা স্বরাজের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে বলে জানা গেছে।
সুষমা স্বরাজের সাথে দেখা সাক্ষাতের পর তারা উভয়েই তাদের নিজ নিজ দেশের সদস্যবৃন্দসহ বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক যৌথ পরামর্শিক কমিশনের(জেসিসি) ৫ম সভায় মিলিত হবেন। এ উপলক্ষ্যেই
আবদুল মোমেন গতরাতে নয়াদিল্লী পৌঁছেছেন। এ সফরে তিনি উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।