সৈয়দ সায়েদ আহমদ, শ্রীমঙ্গল থেকে।। শ্রীমঙ্গল থেকে অসুস্থ্য অবস্থায় একটি তিলানাগ ঈগল পাখী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গেল সপ্তাহের এক সকালে উপজেলার ইসবপুর গ্রামের বড়বাড়ী থেকে পাখীটি উদ্ধার করা হয়। বর্তমানে পাখীটি, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল-এ চিকিৎসাধীন আছে।
ইসবপুর গ্রামের নিখিল দেব বলেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে পাখীটি মাটিতে পড়ে থাকতে দেখে তিনি উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে গিয়ে পাখীটিকে খাবার ও পানি দেন। কিন্তু পাখীটি তখন কিছুই খাচ্ছিল না। পরের দিন সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব পাখীটি চিকিৎসার জন্য নিয়ে আসেন। ঈগলটির শারিরীক অবস্থা ভাল ছিল না। তার দেহের তুলনায় ওজন অনেক কম ছিল।
ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব জানান, পাখীটি চিকিৎসার পর ভাল হয়ে উঠলে তাকে অবমুক্ত করা হবে। জানাযায় এ প্রজাতির ঈগল গভীর অরণ্যে থাকতে পছন্দ করে। তবে খাবারের সন্ধানে পাহাড়, নদীপাড়, বেলাভূমি ও ফসলের মাঠেও সারাদিন ঘোরাফেরা করে থাকে।