পাঠিয়েছেন প্রনীত রঞ্জন দেবনাথ।। খুব ধুমধামে কমলগঞ্জে পালিত হয়েছে বারুণী মেলা। মেলা উপলক্ষে দোকান বসে লোহার তৈরী উপকরণের, বাঁশ ও বেতের তৈরী সামগ্রীর, শিশু-কিশোরদের খেলনা সামগ্রীর। এমনকি মুড়ি-মুড়কিও বাদ যায় নি। এর মাঝেই কমলগঞ্জ সফর করে গেছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীতা গাঙ্গুলী দাস। তিনি তিলকপুর সার্বজনীন পূজা মন্দির ও মন্ডপের উদ্বোধন করেন।
এ দিকে মুণিপুরী মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে দরীদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। হয় আলোচনা সভা। ঝড়-তুফানও ছাড় দেয়নি। ঝড়ে কমলগঞ্জ শহরের আলে পুর গ্রামে গাছ পড়ে ঘর হয়েছে বিধ্বস্ত। অবশ্য মানুষের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।