মুক্তকথা সংবাদকক্ষ।। অদিতি নুনিয়া। কমলগঞ্জের চা বাগান ঘেরা মাধবপুর বসতি লাইনের এক মেধাবী কন্যা। বাবা নেই। মা রুমা নুনিয়া মাধবপুর চা বাগান এলাকার ভেতর একটি ছোট্ট বিউটি পার্লারে কাজ করে সংসার ও ছেলে-মেয়ের লেখা-পড়ার খরচ চালান। খেয়ে না খেয়ে অদিতি নুনিয়া জিপিএ ৫ এবং পিইসি ও জেএসসিতেও জিপিএ ৫সহ বৃত্তি পেয়েছে। কিন্তু মেধাবী হয়ে ভাল ফল করলে কি হবে। অর্থাভাবে মহাবিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে খুবই অনিশ্চয়তায় সময় কাটছে তার। সুজন কি কেউ আছে তার এ সমস্যার সমাধানের পথ দেখিয়ে দেবে?