মুক্তকথা সংবাদকক্ষ।। সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ২৯ জুলাই সোমবার, সকাল ৯ ঘটিকায় মৌলভীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হবে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সূত্রে জানা যায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক(অনুসন্ধান ও তদন্ত-১) মোঃ মোস্তাফিজুর রহমান।
দুর্নীতি দমন কমিশন জানায় হয়রানী বা দুর্নীতির শিকার হয়েছেন এমন ব্যাক্তি ঘটনাগুলো গণশুনানিতে অভিযোগ করতে পারবেন। কমিশন থেকে নিন্মোক্ত সরকারী অফিসসমূহের সেবা সংক্রান্ত বিষয়ে অভিযোগ তুলে ধরতে বলা হয়েছে। উপজেলা ভূমি অফিস, জরিপ অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা প্রাথমিক/মাধ্যমিক শিক্ষা অফিসসহ অন্যান্য সরকারি অফিসসমূহ।
অভিযোগের বিষয়ে ২৮ জুলাই বিকাল ৪ ঘটিকার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। গগণশুনানি অনুষ্ঠানে বিস্তারিত জানতে যোগাযোগ করুন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক অজয় কুমার সাহা। মোবাইল- ০১৭১১০৫০৫২৮ হবিগঞ্জ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এড. শাহ আখলাকুল আম্বিয়া মোবাইল- ০১৭১২৭৯২৫৩০।