২০১২ সালে লণ্ডনে তাহের দিবসের এক সভায় মইন উদ্দীন খান বাদল। পাশে বসা, বায়ে যুক্তরাজ্য জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এডভোকেট হারুনূর রশীদ, ডানে রয়েছেন লেখক অধ্যাপক সায়েদুজ্জামান। ছবি: মুক্তকথা
মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এর বরাতে সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে।
জানা গেছে, ২ বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মঈন উদ্দীন খান বাদল গুরুতর অসুস্থ ছিলেন। পাশাপাশি তার হৃদরোগের সমস্যাও ছিল। গত ১৮ই অক্টোবর নিয়মিত চেকআপের জন্য নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মইন উদ্দীন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি জাসদের একাংশের কার্যকরী সভাপতি ছিলেন। তিনি ২০০৮ সালে চট্টগ্রাম-৭ আসন ও ২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রাম-৭ এর সাংসদ হিসেবে নির্বাচিত হন। ছাত্রাবস্থায় সূ্ত্র: গণমাধ্যম থেকে
|