মৌলভীবাজার জেলায় পূনরায় সেরা করদাতার সম্মাননা পেলেন ‘সাউথ সিলেট’এর হাসিব হোসেন খান
এবারও মৌলভীবাজার জেলার সবোচ্চ করদাতা হিসাবে সম্মাননা পেলেন সাউথ সিলেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসিব হোসেন খান। তিনি গত বছরও মৌলভীবাজার জেলার শ্রেষ্ট করদাতা হিসাবে সম্মাননা পেয়েছিলেন।
বুধবার (১৩ নভেম্বর) সিলেট কর অ লের আয়োজনে মোহাম্মদ আলী জিমনেসিয়াম হলে বিভিন্ন জেলার সেরা ও দীর্ঘ মেয়াদী করদাতাদের জন্য সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার দীর্ঘ মেয়াদী ও সবোচ্চ করদাতা প্রদানকারী সাউথ সিলেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসিব হোসেন খান জাতীয় রাজস্ব বোর্ডের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়া, (এনডিসি) স্বাক্ষরিত সেরা করদাতার সম্মাননাপত্রটি মাহমুদ উস সামাদ চৌধূরী, সংসদ সদস্য সিলেট-৩ ও রনজিত কুমার সাহা, কর কমিশনার কর অ ল সিলেট এর কাছ থেকে গ্রহণ করেন।
কর কমিশনার রনজিত কুমার সাহা কর অ ল সিলেটের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদ উস সামাদ- সংসদ সদস্য সিলেট-৩, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মো. মোস্তাফিজুর রহমান-(পিএএ) বিভাগীয় কমিশনার সিলেট, মো. কামরুল আহসান- বিপিএম (বার) উপ মহাপুলিশ পরিদর্শক সিলেট রেঞ্জ, গোলাম কিবরিয়া- (বিপিএম) পুলিশ কমিশনার সিলেট মেট্টোপলিটন পুলিশ, গোলাম মোহাম্মদ মুনির-কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট, এ টি এম শোয়েব- সভাপতি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, মো. আবুল ফজল-সভাপতি সিলেট জেলা কর আইনজীবী সমিতি, সিলেট।
হাসিব হোসেন খান মৌলভীবাজার জেলার সেরা করদাতা হিসাবে পূনরায় নির্বাচিত হওয়ায় তিনি উনার ব্যবসা প্রতিষ্ঠান সাউথ সিলেট পরিবারের সকল সদস্য ও ব্যবসার সাথে সম্পৃক্ত সকল ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরোও উত্তরোত্তর সফলতা কামনার জন্য সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।
মৌলভীবাজার জেলার সেরা করদাতা সম্মাননাপত্র গ্রহনকারী হাসিব হোসেন খান সবাইকে কর প্রদান করে উন্নত দেশ গড়ার লক্ষ্যে অংশীদার হওয়ার জন্য আহবান জানান।
শ্রীমঙ্গলে ইয়াবা ও হিরোইনসহ দুই যুবক আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইয়াবা ও হিরোইনসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে আব্দুল আহাদ (৪২) এর বাড়ীর উঠান থেকে তাদ্রে আটক করা হয়।
আটককৃতরা হলেন, একই উউনিয়নের রাজাপুে গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মুহিদ আহমদ (৩৬), ও আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন গ্রামের মৃত আলতাবুর রহমানের পুত্র মুকদুর রহমান (৩০)। এসময় তাদের কাছ থেকে গোয়েন্দা পুলিশ ২২০ পিছ ইয়াবা, ৯০ পুতলা হিরোইন, নগদ ২৫ হাজার ২৫০ টাকা ও ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এসআই মুমিন উল্ল্যাহ, এসআই আরিফ, এএসআই সুকুন্দ দেব বর্মা সংগীয় ফোর্স তাদের আটক করে।
বিনয় ভূষণ রায়, জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহৃত থাকবে এবং আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
|