মুক্তকথা সংগ্রহ।। ইসলামকে বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম বলে ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংগঠন ইউনেষ্কো। গত ৭জুলাই এ সম্পর্কিত একটি বিবৃতি প্রকাশ করে ইউনেষ্কো। এর আগে ইউনেষ্কো ইন্টারন্যাশনাল পিস ফাউণ্ডেশন-এর সঙ্গে যৌথভাবে বিশ্বের সবগুলো ধর্ম নিয়ে গবেষণা চালায়।
ছবি: অন্তর্জাল থেকে সংগৃহীত। |
ওই গবেষণার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের সবচেয়ে সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম কোনটি তা খতিয়ে দেখা। এক সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের তুলনামূলক গবেষণা বিভাগের প্রধান রবার্ট ম্যাকগি বলেন, চয় মাসব্যাপী গভীর গবেষণা ও বিশ্লষণের পর আমরা এই উপসংহারে উপনীত হয়েছি যে, ইসলামই বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম। সূত্র: গণমাধ্যম থেকে সংগৃহীত