রাজধানী ঢাকার একটি হোটেলে গত বুধবার জাসদ সভাপতি হাসানুল হক ইনু ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে এ বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে ইনু আরো বলেন, চলমান মহামারীর মাঝেও বাংলাদেশ-ভারত এর মধ্যে সহযোগীতামূলক অনেক কাজ অব্যাহত রয়েছে। দক্ষিন এশিয়ার উন্নয়নে ভারত ও বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে তাঁরা দু’দেশের মধ্যে সহযোগীতা জোরদার করার নতুন উপায় নিয়ে আলোচনা করেন।
হর্যবর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়ীত্বপালনরত অবস্থায় চলতি বছরের জানুয়ারীতে ভারতের পররাষ্ট্র সচিবের দায়ীত্ব গ্রহণ করেন। সংবাদ সূত্র: ইউএনবি
|