-এমপি মেকডোনাল্ডস" />
মুক্তকথা: শুক্রবার ১লা জুলাই ২০১৬: ১.১৫::
আজ সকাল ১০টায়, শ্রমিক দলীয় ছায়া মন্ত্রী সভার চেঞ্চেলার অব দি এক্সচেকার জন মেকডোনেল এমপি এক ঘরোয়া জনসভায় বক্তব্য রাখেন।
গণভোটের পর শ্রমিক দলীয় কোন নেতার জনসমক্ষে এই প্রথম বক্তব্য রাখা। এমপি মেকডোনেল বলেন, আজ আমি যে কাজ করছি তা মূলতঃ করার কথা ছিল সরকারের। কিন্তু সরকার করছে না। আমরা করছি। আমরা মানুষকে আস্তস্থ করতে চাই যে গণভোটের এই ফলাফলে আমাদের সমস্যার কোন কারণ নেই। ইউরোপীয় বিভিন্ন দেশের যারা এখানে কাজ করছেন, থাকছেন, পড়ছেন তারা আগের মতই থাকবেন, কাজ কররেন।
শ্রমিক দলে নেতৃত্ব নিয়ে অসন্তুষ দেখা দিয়েছে। ইতিমধ্যেই কয়েকজন এমপি ছায়া মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন। দলের ভেতরে দাবী উঠেছে করবিনকে সরে দাড়ানোর জন্য। এ পর্যায়ে আগামী দলীয় নেতা নির্বাচনে আপনি কি প্রতিদ্বন্ধিতা করবেন? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন্দল সবখানেই কম-বেশী আছে।দেখুন না রক্ষণশীলদের অবস্থা! সেখানে কি কম কোন্দল। আমরা গণতন্ত্রে আস্তাশীল। গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়েই আমরা দলীয় নেতা নির্বাচন করবো। আমাদের মধ্যে এক আপোষ ফয়সালা হবে আর আগামী দিনে দলীয় নেতা নির্বাচনে করবিনের নির্বাচনী সভায় আমি সভাপতিত্ব করবো।
দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে তিনি ৬টি শর্তের কথা উল্লেখ করে বলেন সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষের মতামতের প্রতি আমাদের অবশ্যই সন্মান দেখাতে হবে।