এমদাদুল হক : পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে মোবাইলকোর্ট অভিযান : মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনা ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা এর সার্বিক তত্ত্বাবধানে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান গতকাল ০৩ নভেম্বর ২০২০ ( মঙ্গলবার) মৌলভীবাজার জেলার সদর উপজেলার বিভিন্ন দোকানে চালানো হয়।
এসময় নির্দিষ্ট পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ২০১০ সালে ঘোষিত আইন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় পাঁচটি মামলায় মোট ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম।
|