জাকির হোসেন॥ ৩০ ডিসেম্বর, বুধবার, দুপুর ১২ ঘটিকার সময় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা আওয়ামীলীগের উদ্যেগে মৌলভীবাজারে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের চৌমুহনা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ পয়েন্টে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় বক্তারা গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ২০১৪ সালের এই দিনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয় এবং তৃতীয়বারের মতো সরকার গঠন করে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে আওয়ামীলীগ প্রতিবছর এই দিনকে গণতন্রের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সাংসদ নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিছবাউর রহমান, পৌর মেয়র, মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সস্পাদক মাহবুব আলমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগ সেচছা সেবক লীগ সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা।
|