জুড়ী,(মৌলভীবাজার)॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ফুলতলা থেকে হত্যাকারী অমরজিৎ পানিকাকে আটক করা হয়েছে৷ সাগরনাল চা বাগানে গরু চরানোকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে কুঁপিয়ে মনাপাশী(২০) নামে এক রাখাল যুবকের হত্যাকারী অমরজিৎ পানিকা(২২) কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
কুলাউড়া সার্কেলের পুলিশ ও জুড়ী থানা সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করে ঘটনার ৬ ঘন্টার মধ্যে রাত আনুমানিক ১১ ৩০ মিনিটে আসামী অমরজিৎ কে ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ী পাহাড়ি এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামীকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
|