1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গেল সপ্তাহের জুড়ি উপজেলা - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

গেল সপ্তাহের জুড়ি উপজেলা

জুড়ী, মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১১৭৯ পড়া হয়েছে

গোয়ালবাড়ী ইউনিয়নে উন্নয়ন কাজ। সরু রাস্তাটি অবশেষে প্রশস্ত হতে চলেছে।

জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের আতিয়াবাগ চা বাগান, টালিউড়া, পূর্ব গোয়ালবাড়ী, ভাঙ্গাপাড় গ্রামের রাস্তার দুইপাশ প্রশস্ত করা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে যে রাস্তাটি দিয়ে একসাথে দুটি গাড়ি চলাচল করতে খুব কষ্ট হতো। বিভিন্ন সময় ছোট বড় অনেক দুর্ঘটনাও হয়েছে এই রাস্তায়। এতে পূর্ব জুড়ী ইউনিয়ন রাস্তাটি প্রশস্ত করনের উদ্যোগ নেয়। বৃহস্পতিবার(২২ এপ্রিল) ভোর থেকে এই সড়কের গুরুত্বপূর্ণ অংশে মাটি দিয়ে ভরাট করে প্রশস্ত করনের কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন থেকে এই রাস্তার জন্য এলাকাবাসী অনেক দুর্ভোগে ছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিনই ধীরগতিতে চলতে হচ্ছে। রাস্তা প্রশস্ত না থাকার কারণে প্রতিদিন পথচারীদের যাওয়ার সময় এবং ফেরার পথে দেখা দিতো তীব্র যানজট। ভোগান্তি পোহাতে হতো পথগামী যাত্রীদের। বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় রাস্তাপাশ কম হওয়াতে দুর্ভোগ পিছু ছাড়ছিলোনা এলাকাবাসীর।
পরে এলাকাবাসী ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত করলে তিনি বিষয়টি নজরে আনেন এবং কাজ শুরু করেন। এখন এই কষ্ট অনেকটা দূর হবে বলেই এলাকাবাসীর ধারণা।

পূর্ব জুড়িতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

জুড়ীতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দূর্যোগ ও ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে পূর্ব জুড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ছোবলে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান-বীরমুক্তিযোদ্ধা এম এ মাঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার- আল ইমরান রুহুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান- রজ্ঞিতা শর্মা, পূর্ব জুড়ী ইউ,পি চেয়ারম্যান- সালেহ উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- ওমর ফারুক আর ছিলেন ইউপি সদস্য হাজী মাসুক উদ্দিন আহমেদ।  দূর্যোগ ব্যবস্থাপনায় রবিবার(২৫ এপ্রিল) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

জুড়ী গোয়ালবাড়ি যাত্রী ছাউনীর কাছে একটি সিএনজি দুর্ঘটনায় পতিত, কয়েকজন যাত্রী মারাত্মক আহত

গত ২৬ এপ্রিল সোমবার গোয়ালবাড়ি যাত্রী ছাউনী নামক স্থানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বেশ কয়’জন আহত হন।
এদিন সকাল ১১টা ৩০ মিনিটের দিকে জুড়ী উপজেলার গোয়ালবাড়ি যাত্রী ছাউনী নামক স্থানে জুড়ী- লাঠিটিলা সড়কে এক সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়।
প্রাইভেটকার অভারটেক করতে গিয়ে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গভীর খাদে গিয়ে পড়লে ঘটনাস্থলেই ৪ জন আহত হয়। হাসপাতালে আহতদের   মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
স্থানীয় এলাকাবাসী জানায়, কয়েকজন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন মানুষও অক্ষত থাকতে পারে নি। প্রচণ্ড শব্দ আর আর্থচিৎকার শুনে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তারা স্বেচ্ছায় উদ্ধার কাজ শুরু করেন।

প্রচন্ড গরম পড়েছে, উষ্ণ তাপপ্রবাহ বইছে এ সপ্তাহে

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সপ্তাহ শেষে বৃষ্টির দেখা মিলতে পারে। প্রচন্ড গরম পড়েছে।
গত সোমবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ খবর গত ১৪ই বৈশাখ, ১৪২৮ তারিখের। বৈশাখের তাপদাহ থেকে বাঁচতে তরমুজ, ভাঙ্গি, আইসক্রিম, দই, ডাবের পানি, বেলের শরবত খেতে পারেন। এতে আপনার শরীরে পানির শূন্যতা পূরণ হবে এবং প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটাব।
সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কমতে পারে দিনের তাপমাত্রা।পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরন

পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাকির হোসাইন জুমনের সার্বিক সহযোগিতায়, পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের জন্য ইফতার বিতরণের প্রথম দিন ছিল।
ইফতার বিতরণের সময় উপস্তিত ছিলেন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি, শাহাব উদ্দিন সাবেল,সাধারন সম্পাদক, ইকবাল ভুইয়া উজ্জল। তৈয়বুনেছা খানম সরাকারি কলেজ ছাত্রলীগের সভাপতি, আদনান আশফাক,সাধারন সম্পাদক গৌতম দাস প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT