বাংলাদেশের কন্যা জোৎস্না রহমান ইসলাম, লণ্ডনের রেডব্রীজ কাউন্সিলের ডেপুটী মেয়র নির্বাচিত হয়েছেন। গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার এক ভার্চুয়েল সভায় কাউন্সিলের পক্ষ থেকে তাকে এ দায়ীত্ব দেয়া হয়। জোৎস্না রহমান ইসলাম ও স্বামী সামসুল ইসলাম দু’জনই রেডব্রীজ কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলার হিসেবে দায়ীত্ব পালন করে আসছেন।
জোৎস্না ইসলাম বাংলাদেশের মৌলভীবাজার জেলার মানুষ। মৌলভীবাজার সদরের ৬নং একাটুনা ইউনিয়নের প্রয়াত আব্দুর রহমান ওরফে মন্নাফ মিয়ার মেয়ে। জন্মসূত্রে তিনি আবার বৃটেনেরও মানুষ। তার জন্ম ১৯৬৬ সালে লণ্ডনে। ছোট বেলায়ই বাবা-মায়ের সাথে ফিরে গিয়েছিলেন মৌলভীবাজারে। এ সময় মৌলভীবাজার আলীআমজাদ সরকারী উচ্চ বিদ্যালযে কিছুকাল লেখাপড়া করেন। সেখানে দীর্ঘকাল থেকে লিখা-পড়া শেষে আবার ফিরে আসেন লণ্ডনে। এর পর থেকেই লণ্ডনের রেডব্রীজ কাউন্সিল এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। লণ্ডনে তিনি স্থানীয় সরকারে চাকুরীর পাশাপাশি এমবিএ সমাপ্ত করেন। বর্তমানে তিনি রেডব্রীজ শ্রমিক দলের ভাইস চেয়ারমেনের দায়ীত্ব পালন করছেন।
|