বৃটেনে বাঙ্গালীর আবারও নতুন চমক! এবারের চমকের মঞ্চ যুক্তরাজ্যের অন্যতম রাজ্য স্কটল্যাণ্ড। গত ৬ মে তারিখের জাতীয় নির্বাচনে স্কটল্যাণ্ডের জাতীয় সংসদে এমপি বা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন বাঙ্গালী ফয়সল হোসেন চৌধুরী। স্কটিশ পারলামেন্টে তিনিই হলেন প্রথম বাংলাদেশী বংশোদ্ভোত পুরুষ এম পি। এমবিই, ফয়সল হোসেন চৌধুরী স্কটিশ পারলামেন্টে শ্রমিক দল থেকে এমপি নির্বাচিত হলেন।
ফয়সল চৌধুরীর পৈত্রিক বাড়ী বাংলাদেশের নবীগঞ্জের বদরদী গ্রামে। তার বাবা ছিলেন স্কটল্যাণ্ডের সুপরিচিত কম্যুনিটি নেতা ও সমাজসেবী প্রয়াত গোলাম রব্বানী চৌধুরী। তার মামা, স্কটল্যান্ডের অপর সফল রেস্তোরাঁ ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবী ওয়ালী তসরউদ্দীন আহমদ। তিনিও তার সমাজসেবা কর্মের জন্য অনেক আগেই এমবিই খেতাবে ভূষিত হয়েছেন।
ফয়সল চৌধুরীর এমন আকাশচুম্বী সফলতায় যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির পক্ষে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানাচ্ছি।
|