দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৫ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে হেনস্থা করা ও শারিরিক নির্যাতনের প্রতিবাদে এবং তাঁর বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকরা সক্রিয় অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন সাংবাদিক রোজিনা ইসলামকে অপমান করা মানে অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ করার জন্য সাংবাদিকদের অশনি সংকেত দেওয়া। জনগণের টাকায় বেতনভোগী ও পরিচালিত দপ্তরে প্রজাতন্ত্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির কোন অনুসন্ধানী প্রতিবেদন যাতে কোন সাংবাদিক না প্রকাশ করে। কিন্তু আমরা থেমে থাকবো না। আমাদের কলম চলবে, ক্যামেরা চলবে। আমরা কোন কালো ছায়ার ভয়ে পিছু হাটবো না। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাকে হেনস্থাকারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম সহ জড়িত সকলকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আশার জোর দাবি জানান বক্তাগন। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রীর পক্ষপাতিত্বমূলক বক্তব্য প্রত্যাহারের দাবি করা হয়। |