হাত নয়, এই আমের দাম শুনলেই পুরো শরীরই পুড়ে যাবে আম-মানুষের। এই আমের নাম মিয়াজাকি। জাপানের প্রজাতি। এর একটি আমের ওজন ৩৫০ গ্রামের কম নয়। দু’টি আমের একটি বাক্সের দাম পড়তে পারে ৩লক্ষ টাকা। বিশেষজ্ঞদের বিচারে বিশ্বের সবচেয়ে দামি আম এই মিয়াকাজিই। ১৯৭০-৮০ সালের মাঝামাঝি জাপানে মিয়াকাজির ফলন শুরু হয়েছিল। সাধারণতঃ দাবী উপহার হিসেবে দেয়া হয় এই আম। টকটকে লাল রং, তাতে হালকা বেগুনি আভা। মিয়াজাকির তুলনা টানা হয় দামি পাথর চুনির সঙ্গে। জাপানে এই আমকে আদর করে ডাকা হয় ‘তাইও-নো-তোমাগো’ মানে ‘সূর্য কিরণের ডিম’। আর এমন খবরটি আজ সোমবার ২১জুন ২০২১সাল প্রকাশ করেছে শীর্ষখ্যাতির পত্রিকা আনন্দবাজার। |