1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটার ও আসবাবপত্র দান - মুক্তকথা
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রেসক্লাবে কম্পিউটার ও আসবাবপত্র দান

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৫০ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রেসক্লাবকে কম্পিউটার ও আসবাবপত্র প্রদান করেছেন সংসদ সদস্য নেছার আহমদ। মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই হস্থান্তর কার্যক্রম। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নেছার আহমদ বলেন, দেশে করোনার মহামারি চলছে। আল্লাহ যেন সবাইকে সুস্থ ও নিরাপদে রাখেন। এসময় সকলকে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসক্লাবের নতুন করে ভবন নির্মানের বিষয়ে জেলা পরিষদ উদ্যোগ নিয়েছে। এতে সর্বাত্মক সহযোগীতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্ত’র সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদ, সাবেক সভাপতি ডাঃ ছাদিক আহমদ, ইমজা’র সভাপতি রাধা পদ দেব সজল, সরওয়ার আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, নুরুল ইসলাম শেফুল প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT