বর্তমান ইসলামিক বিশ্বে দু’টো পরস্পরবিরুধী জোট রয়েছে তার একটি হলো ‘আরব ওয়ার্লড’ যার নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। অপর পক্ষে যারা আছেন তাদের নেতৃত্ব দিচ্ছে বর্তমান এরদোগানের তুরস্ক। দেশ হিসেবে ইরাণ, মালয়েশিয়াতো এই জোটে আছেই মাঝে মাঝে বাংলাদেশও এ জোটের দওরজায় ঠুকা দেয়ার চেষ্টা করে। পাকিস্তানও খুব সতর্কতার সাথে দ্বিতীয় জোটের বলয়ে ঢোকার চেষ্টা করছে। ২০২০সালের ৪ ডিসেম্বর ‘নিক্কেই এশিয়া’ নামের জাপানী মালিকানাধীন ইংরেজী পত্রিকা লিখেছিল-“ইসলামাবাদ গাল্ফ স্টেটের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যখন থেকে তারা সৌদি আরবের নেতৃত্বকে মোকাবেলার মন নিয়ে ‘তুরস্ক-ইরাণ-মালয়েশিয়া’ ব্লকে যোগ দিয়েছে। ‘নিক্কেই এশিয়া’ তখন আরো লিখেছিল যে ইউএই, পাকিস্তানসহ ১৩টি মুসলিম প্রধান দেশের নাগরীকদের কাজ ও ভিজিট ভিসা পাওয়া বন্ধ করে দিয়েছে। এমন বৈশ্বিক অবস্থায় পাকিস্তানের চেয়ে ভারতই হবে সৌদিদের নির্ভরযোগ্য বন্ধু। |