মুক্তকথা: শনিবার ৩০শে জুলাই ২০১৬।।
বাংলাদেশ বয়নশিল্পের একটি “স্পিনিং মিল” এর ১০ বছর বয়সের একটি শিশু কর্মিকে হত্যা করা হয়েছে তার মলদ্বার দিয়ে একটি উচ্চ-চাপ নলমূখ ঢুকিয়ে বাতাস দিয়ে। ঘটনাটি ঘটেছে ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জে। সাগর বর্মণ নামক ওই বালকের গুহ্যদ্বার দিয়ে পেটে বাতাস ঢুকানোর মত এমন অমানবিক কাজ কেনো করা হয়েছে নারায়ণগঞ্জ পুলিশ তা এখনও জানতে পারেনি তবে খতিয়ে দেখছে। দেশের বহু সংবাদপত্রে এ খবরটি ছাপা হয়েছে।
গত বছরও ১৩ বছর বয়সের একটি ছেলেকে একই উপায়ে হত্যা করা হয় দেশের ভিন্ন প্রান্তের একটি মটর মেরামত কারখানায়। এ হত্যায় দু’জনকে ফাঁসী দেয়া হলে ব্যাপক প্রতিবাদ সৃষ্টি হয়।
গত বছর আগষ্ট মাসে চাকরি ছেড়ে দেয়ার অপরাধে রকিব হাওলাদার নামক এক ছেলেকে তার শরীরে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। এ হত্যাকান্ডে আদালত ৬জনকে মৃত্যুদন্ড দেয়। রকিব হাওলাদারের মৃত্যুকে অনুসরণ করে সামিউল আলম নামের অপর এক কিশোরকে সাইকেল চুরির অপরাধে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যাকান্ডে আদালত ৪জনকে মৃত্যুদন্ড দান করে। শিশুশ্রম বাংলাদেশে এতই সস্তা যে কোন কাপড় তৈরী কারখানায় গেলে নিজ চোখে দেখা যায়।