দেশের অন্যতম পর্যটন এলাকা চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ট্যুরিস্ট বাস সার্ভিস। এদিন সকাল ৯টায় শ্রীমঙ্গল শ্যামলী বাস কাউন্টার থেকে ৩০ জন পর্যটক নিয়ে যাত্রা শুরু করে প্রথম ট্যুরিস্ট বাস। মূলত দেশ বিদেশের পর্যটকদের মৌলভীবাজারের আকর্ষনীয় পর্যটন এলাকাগুলোতে ভ্রমন নিরাপদ ও আনন্দময় করতে দেশে এই প্রথম মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এই সার্ভিসটি চালু করা হয়। একই সাথে স্থানীয় এলাকাবাসীও এই সার্ভিসের মাধ্যমে ভ্রমনের সুযোগ পাবেন। পর্যটকরা শুধুমাত্র নির্ধারিত ভাড়ায় টিকেট কেটে জেলার আকর্ষনীয় পর্যটন স্পটগুলোতে বিনামূল্যে ভ্রমনের সুযোগ পাবেন। চাইলে টিকেটের সাথে মূল্য পরিশোধ করে দুপুরের খাবারও বুকিং দেয়া যাবে। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মৌলভীবাজার জেলায় আগত পর্যটকদের বিভিন্ন পর্যটন স্পটে স্বল্প খরচে যাতায়াতের সুবিধার জন্য চালু হয়েছে ট্যুরিস্ট বাস সার্ভিস। ‘চায়ের দেশে স্বাগতম’ এই লগো ব্যবহার করে জেলা প্রশাসন মৌলভীবাজার এই ট্যুরিস্ট বাস সার্ভিস চালু করেছে। বাস সার্ভিস পরিচালনায় সহযোগিতা করছে ফাতেমা এন্টারপ্রাইজ। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পর্যটকদের জন্য স্বল্পমূল্যে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি আরও জানান, ৪০ সিটের দুটি বাস দিয়ে দুই প্যাকেজে এই সার্ভিস চালু হয়েছে। প্যাকেজ-১ থাকছে চা বাগান, গগণটিলা, মাধবকুন্ড জলপ্রপাত ও হাকালুকি হাওড় পরিদর্শন। যার ভাড়া ৩শত টাকা এবং খাবারসহ জনপ্রতি ৪শত টাকা। প্যাকেজ-২ এ থাকছে মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও বাইক্কা বিল। এসব স্থানে যেতে ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩শত ৫০ টাকা, খাবারসহ ৪শত ৫০ টাকা। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার উদ্দেশ্যে আর দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে বড়লেখা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করবে। |