শনিবার সকালে মৌলভীবাজার জনতা ব্যাংক প্রধান শাখা কর্তৃক এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল, সরকারী রাজস্ব ও বিভিন্ন সেবা ফি বাবত ট্রেজারী চালানের অর্থ “স্বয়ংক্রিয় চালান প্রক্রিয়ায়” গ্রহণের বিষয়টি তৃণমূল পর্যায়ে প্রচারের নিমিত্তে “রোড শো ” এর আয়োজন করা হয়। রোড শো-টি মৌলভীবাজার শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে “জনতা ব্যাংক” প্রধান শাখার সম্মুখে পৌছালে ব্যাংকের আঞ্চলিক প্রধান “দেবাশীষ দেব” শোভাযাত্রার সমাপ্তি ঘোষনা করেন।
সড়ক প্রদর্শনীতে “স্বয়ংক্রিয় চালান” প্রক্রিয়ার মাধ্যমে সরকারী রাজস্ব ফি, যেমন-পাসপোর্ট, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জ এর অর্থ “জনতা ব্যাংক”এর সকল শাখায় গ্রহণ সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়াও সড়ক প্রদর্শনীতে “জনতা ব্যাংক লিমিটেডের” বিভিন্ন সেবা বিষয়ক প্রচারপত্র পথচারীদের মধ্যে বিতরণ করা হয়। সড়ক প্রদর্শনী চলাকালীন সময়ে রাস্তার উভয় পাশের ব্যবসা প্রতিষ্টান এবং পথচারীদের নিকট থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। সড়ক প্রদর্শনীতে “জনতা ব্যাংক লিমিটেড”, মৌলভীবাজার এরিয়া অফিসের প্রধান ব্যবস্থাপক “দেবাশীষ দেব” সহ ১১টি শাখার ব্যবস্থাপকগন এবং বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
|